বিশ্ব রাজনীতির বলি আফগানিস্তান?

গত ৪১ বছর ধরে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ নানা দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করেছে বিশ্ব রাজনীতির খেলার মাঠ হিসেবে। আর এখন পরাশক্তিরা আফগানিস্তান থেকে সব দায় এড়িয়ে চলে যাচ্ছে।

গত ৪১ বছর ধরে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ নানা দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করেছে বিশ্ব রাজনীতির খেলার মাঠ হিসেবে। আর এখন পরাশক্তিরা আফগানিস্তান থেকে সব দায় এড়িয়ে চলে যাচ্ছে।

শান্তি ও সহায়তার নামে এত বছর ধরে আফগানিস্তানে এই যুদ্ধের অর্থ কী? এই যুদ্ধে আফগানিস্তানের মানুষ কী পেল— শান্তি নাকি মৃত্যু?

স্টার ভিউজরুমে আফগানিস্তানের ইতিহাস, ভবিষ্যৎ ও বিশ্ব রাজনীতিতে এর গুরুত্ব নিয়ে জায়মা ইসলামের সঙ্গে যুক্ত হয়েছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

1h ago