বিসিকের ব্যর্থতায় অস্তিত্ব সংকটে জামদানি শিল্পনগরী

গত দুই দশকে চরম ব্যর্থ জামদানি শিল্পনগরী। দেশের প্রথম ঐতিহ্যগত পণ্য হিসেবে জামদানি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও কোনো ধরনের বাণিজ্যিক সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে বিসিক।

গত দুই দশকে চরম ব্যর্থ জামদানি শিল্পনগরী। দেশের প্রথম ঐতিহ্যগত পণ্য হিসেবে জামদানি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও কোনো ধরনের বাণিজ্যিক সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে বিসিক।

জামদানির উৎপাদন বা বাজারজাতকরণের উন্নয়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই অবহেলিত তাঁতিরাও পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। অদূর ভবিষ্যতে শিল্পনগরীতে কি জামদানি শিল্পের অস্তিত্ব থাকবে?

জামদানির বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে বিসিকের ব্যর্থতা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।

Comments

The Daily Star  | English

Finally, MV Abdullah comes home

May anchor at Kutubdia within a couple of hours

12m ago