মহাপরিকল্পনায় কতটা বদলাবে ঢাকা বিশ্ববিদ্যালয়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯৯টি ভবন ভেঙে তৈরি করা হবে ৯৭টি নতুন সুউচ্চ ভবন। বদলে যাবে বিশ্ববিদ্যালয়ের রাস্তা, চত্বর, ঐতিহাসিক স্থান- ক্যাম্পাসের পুরো চিত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ হাজার কোটি টাকা বাজেটে ১৫ বছরের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯৯টি ভবন ভেঙে তৈরি করা হবে ৯৭টি নতুন সুউচ্চ ভবন। বদলে যাবে বিশ্ববিদ্যালয়ের রাস্তা, চত্বর, ঐতিহাসিক স্থান- ক্যাম্পাসের পুরো চিত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ হাজার কোটি টাকা বাজেটে ১৫ বছরের এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

পরিকল্পনা বাস্তবায়ন হলে ঠিক কতটা বদলাবে ঢাকা বিশ্ববিদ্যালয়? ঐতিহাসিক স্থাপনা, স্মৃতিবিজড়িত স্থানগুলোর কী হবে? পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন কতটুকু বিবেচনায় আনা হয়েছে? এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং বিশেষজ্ঞরা কী বলছেন?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে শতবর্ষে পা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত মহাপরিকল্পনা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আসিফুর রহমান।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

31m ago