ব্যবহার অযোগ্য ও বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকার ফুটওভার ব্রিজ

ঢাকার জনবহুল ব্যস্ত জীবনে প্রতিদিন শহরের বিশৃঙ্খল ও বিপজ্জনক রাস্তায় চলাচল করে কোটি মানুষ। এই কোটি মানুষের নিরাপদ চলাচলে ঢাকার অবকাঠামো কি পর্যাপ্ত?

ঢাকার জনবহুল ব্যস্ত জীবনে প্রতিদিন শহরের বিশৃঙ্খল ও বিপজ্জনক রাস্তায় চলাচল করে কোটি মানুষ। এই কোটি মানুষের নিরাপদ চলাচলে ঢাকার অবকাঠামো কি পর্যাপ্ত?

রাস্তা পারাপারে ঢাকাবাসীর জন্য নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ। যেগুলো আছে অনেকক্ষেত্রেই সেগুলোর ভগ্নদশা। কিছু ব্রিজ এমন জায়গায় আছে যেখানে সেগুলোর প্রয়োজন নেই, প্রয়োজন অন্যত্র। ঢাকার প্রায় সব ফুটওভার ব্রিজই ভাসমান ব্যবসায়ীদের দখলে।

হাটখোলায় ফুটওভার ব্রিজের ভগ্নদশার একটি ছবি ছাপা হয় দ্য ডেইলি স্টারে। স্টার নিউজ প্লাসে দেখুন ঢাকা শহরের বিপদজনক ফুটওভার ব্রিজের অবস্থা।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

1h ago