যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে ‘গাড়ি হামলা’: নিহত ৫, আহত অন্তত ৪০

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশায় ক্রিসমাস প্যারেডে গাড়ি উঠিয়ে দেওয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনের বেশি।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশায় ক্রিসমাস প্যারেডে গাড়ি উঠিয়ে দেওয়ার দৃশ্য। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশায় ক্রিসমাস প্যারেডে গাড়ি উঠিয়ে দেওয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনের বেশি।

আজ সোমবার ওকেশা সিটি গভর্নমেন্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি গভর্নমেন্টের পোস্টে বলা হয়েছে, 'এই মুহূর্তে অন্তত ৫ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি।'

'আরও তথ্য পেলে হতাহতের সংখ্যা বাড়তে পারে' বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন মতে, তদন্ত কাজ চালিয়ে যেতে ওকেশা সিটির প্রধান সড়কের একটি অংশ বন্ধ রাখা হয়েছে।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনলাইনে পোস্ট করা এক ডিভিও ক্লিপে দেখা গেছে, লাল রঙের একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) প্যারেডে অংশ নেওয়া বেশ কয়েকজনের ওপর উঠে যায়।

অপর ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের খুঁটিতে গাড়িটি ধাক্কা খেলে পুলিশ সেটি লক্ষ্য করে গুলি ছুড়ছে।

ওকেশার পুলিশ প্রধান ড্যান টমসন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করার পাশাপাশি একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রাস্তার পাশে দাঁড়িয়ে স্বামী ও ৩ বছরের মেয়েকে নিয়ে প্যারেড দেখা রেস্টুরেন্টকর্মী বেলেন সান্তামারিয়া গণমাধ্যমকে বলেন, 'দ্রুতগতিতে এসে একটি গাড়ি প্যারেডে ঢুকে যায়। এরপর চিৎকার শুনতে পাই।'

সান্তামারিয়া তার মেয়েকে নিয়ে পাশের রেস্টুরেন্টে আশ্রয় নিলেও তার স্বামী আহতদের সাহায্যে এগিয়ে যান বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় ফক্স৬ টেলিভিশনকে বলেন, 'গাড়িটি ৯ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুদের নাচের দলটিকে মাড়িয়ে যায়।'

দ্য চিলড্রেন'স উইসকনসিন হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে জানায়, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত তাদের কাছে আহত অবস্থায় ১৫ জনকে আনা হয়েছে। সেসময় কারও মৃত্যুর কথা জানা যায়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সন্ধ্যার এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

স্থানীয় ক্যাথলিক চার্চ জানায়, এ ঘটনায় ওকেশা ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীসহ গির্জার কয়েকজন যাজক আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

22m ago