করোনার প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে

করোনা মহামারির কারণে ২০২০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে।
ছবি: রয়টার্স

করোনা মহামারির কারণে ২০২০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে।

আজ সেমাবার প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আমেরিকানদের গড় আয়ু ২ বছরেরও বেশি কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপ, আমেরিকা ও চিলিতে পরিচালিত গবেষণায় দেখে গেছে, ২৯টি দেশের মধ্যে ২২টি দেশে গড় আয়ু ২০১৯ সালের তুলনায় ৬ মাসেরও বেশি কমেছে। ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশেই গড় আয়ু কমেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় মৃত্যুর সঙ্গে গড় আয় কমে যাওয়ার সম্পর্ক আছে। রয়টার্সের মতে, করোনায় এ পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জার্নাল এপিডেমিওলজিতে প্রকাশিত গবেষণার কো-অথর ড. রিধি কাশ্যপ বলেন, 'গবেষণার ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ দেশে নারীদের তুলনায় পুরুষের আয়ু কমেছে। ২০১৯ সালের তুলনায় আমেরিকান পুরুষদের সবচেয়ে বেশি ২ দশমিক ২ বছর আয়ু কমেছে।'

সামগ্রিকভাবে, ১১টি দেশের নারীদের তুলনায় ১৫টি দেশের পুরুষের এক বছরেরও বেশি আয়ু কমেছে। এটি আগের ৫ দশমিক ৬ বছরের মৃত্যুহারের অগ্রগতি মুছে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে কর্মক্ষম ও ৬০ বছরের কম বয়সীদের মৃত্যু হার বেড়েছে। ইউরোপে ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যু হার বেড়েছে।

Comments

The Daily Star  | English

Where should I invest my money?

Amid persistently higher inflation in Bangladesh for more than a year, the low- and middle-income groups are struggling to meet their daily expenses.

13h ago