যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন, অবরুদ্ধ মারিউপোল থেকে সেনাদের সাহায্যের আবেদন

ক্রমবর্ধমান রুশ হামলা মোকাবিলায় ইউক্রেন পশ্চিমের মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ক্রমবর্ধমান রুশ হামলা মোকাবিলায় ইউক্রেন পশ্চিমের মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে।

অন্যদিকে, রুশ সেনাদের হাতে অবরুদ্ধ ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মারিউপোল থেকে ইউক্রেনীয় সেনারা 'দেয়ালে পিঠ ঠেকে' যাওয়ার কথা জানিয়ে সাহায্যের আবেদন করেছেন।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমের দেশগুলো কিয়েভকে নতুন করে অস্ত্র দিয়ে সহায়তা করছে। পাশাপাশি, মস্কোকে চাপে ফেলতে 'আন্তর্জাতিক অবরোধ' জোরদার করছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করতে তাদেরকে যুদ্ধবিমান দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিমানের সংখ্যা বা সেগুলো কোথায় তৈরি সে বিষয়ে কিছু বলা হয়নি।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি গতকাল সাংবাদিকদের বলেছেন, 'সহযোগিতার মধ্যে যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহের বিষয়টিও রয়েছে।'

এ দিকে, রুশ বাহিনী আজ বুধবার মস্কোর সময় দুপুর ২টার মধ্যে মারিউপোল শহরের সব প্রতিরোধযোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।

রুশ বাহিনী বলেছে, যেসব ইউক্রেনীয় সেনা অস্ত্র সমর্পণ করবে তাদেরকে নিরাপদে চলে যাওয়ার জন্য 'মানবিক করিডোর' খোলা হবে।

আত্মসমর্পণের সময় যতই ঘনিয়ে আসছে শহর প্রতিরক্ষায় নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের মধ্যে ততই উদ্বেগ বাড়ছে। অবরুদ্ধ আঝভস্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে এক ইউক্রেনীয় কমান্ডার সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

তিনি বলেছেন, 'আমরা হয়তো আরও কয়েকদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবো। পরিস্থিতির কারণে এটি কয়েক ঘণ্টায় নেমে যেতে পারে।'

Comments

The Daily Star  | English
reason behind AL MP Anwarul Azim's murder

MP Azim murder: Detectives to seek 10-day remand for 3 suspects

Amanullah, two other persons will be produced before court later in the day

29m ago