গম, ভুট্টা, চিনি ও মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি করবে না ইউক্রেন

গম, ভুট্টা, চিনি, লবণ এবং মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে।
বিশ্বব্যাপী প্রায় ৩০ শতাংশ গম রপ্তানি করে রাশিয়া এবং ইউক্রেন। ছবি কৃতজ্ঞতা: কিয়েভ পোস্ট

গম, ভুট্টা, চিনি, লবণ এবং মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আইন অনুযায়ী, ইউক্রেন থেকে ওটস, বাজরা, চিনি, লবণ, গম, মাংস রপ্তানি এখন 'নিষিদ্ধ'।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এর অর্থ একটি ডি ফ্যাক্টো রপ্তানি নিষেধাজ্ঞা।

ইউক্রেনের কৃষি নীতি ও খাদ্যমন্ত্রী রোমান লেশচেঙ্কো বলেছেন, ইউক্রেনে মানবিক সংকট প্রতিরোধ এবং জনগণের চাহিদা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউরোপের অন্যতম বৃহত্তম কৃষি পণ্য সরবরাহকারী দেশ ইউক্রেন।

কৃষি তথ্য বিশ্লেষণ সংস্থা গ্রো ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৩০ শতাংশ গম রপ্তানি করে রাশিয়া এবং ইউক্রেন।

Comments

The Daily Star  | English

US sanction on Aziz not under visa policy: foreign minister

Bangladesh embassy in Washington was informed about the sanction, he says

1h ago