১০ ডিসেম্বর থেকে ৩ মাস শাহজালালে রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১০ ডিসেম্বর থেকে আগামী বছর ১০ মার্চ পর্যন্ত রাতে ৮ ঘণ্টা সব ধরণের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।
স্টার ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১০ ডিসেম্বর থেকে আগামী বছর ১০ মার্চ পর্যন্ত রাতে ৮ ঘণ্টা সব ধরণের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।

নির্মাণাধীন থার্ড টার্মিনালের কাজের জন্য শাহজালালে ওই ৩ মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো ফ্লাইট ছাড়বে না বা নামবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই সময় কোনো এয়ারলাইন্সের ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রয়োজন হলে, সে ক্ষেত্রে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।

Comments