বাংলাদেশ-ভারত নৌ সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে কাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। বৈঠকে যোগ দিতে ভারতের নয়া দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। বৈঠকে যোগ দিতে ভারতের নয়া দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করেন। 

আগামী কাল বুধবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী বৈঠকটি শেষ হবে ২২ অক্টোবর। সেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের বৈঠক, ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং দ্বিতীয় ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। 

নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সচিব পর্যায়ের বৈঠক এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন। 

এ ছাড়া, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি)-এর আওতাধীন ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ টি এম মোনেমুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুস সামাদ আল আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এ টি এম রকিবুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব   এস এম মোস্তফা কামাল,  নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরিন নাহার, বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মঞ্জুরুল কবির, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আকতার হোসেন, বাংলাদেশ কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির আহমেদ চৌধুরী, বাংলাদেশ কার্গো ভেহিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ মাহফুজ হামিদ। 
 
এর আগে ২০১৯ সালের ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় দুদেশের নৌ-সচিব পর্যায়ের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

2h ago