পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারকে বিদ্যানন্দের ৩১ লাখ টাকা সহায়তা

রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে নগদ ৩১ লাখ টাকা সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে নগদ ৩১ লাখ টাকা সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ বুধবার দুপুরে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

এ ছাড়া, পরিবারগুলোকে আরও ১ লাখ টাকার তৈজসপত্র দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কমিউনিকেশন প্রধান সালমান খান ইয়াসির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বড় করিমপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমরা অনলাইনে ক্যাম্পেইনের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করেছি। স্থানীয় প্রশাসন এবং আমাদের সেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করেছেন। আজ ক্ষতির পরিমাণ অনুযায়ী প্রতিটি পরিবারকে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।'

হামলার রাত থেকেই প্রতিষ্ঠানটির ১৫ জন সেচ্ছাসেবী সেখানে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, 'আগামী ২ দিন পরিবারগুলোকে রান্না করা খাবার পরিবেশন করা হবে।'

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ সাহায্য পেয়েছেন মাঝিপাড়ার পুষ্পরানী।

তিনি ডেইলি স্টার বলেন, 'আমার বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে। বাড়িতে থাকা নগদ অর্থ, গয়না, মাঝ ধরার জাল- সব নিয়ে গেছে হামলাকারীরা। তবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ অর্থ আমাদের অনেকটা সাহায্য করবে।'

মাঝিপাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেবেন্দ্রনাথের পরিবার। বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পরিবারকে ৫ লাখ টাকা নগদ সহায়তা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Protest over students' death: Cuet to reopen on May 12

The Chittagong University of Engineering and Technology (Cuet), which was closed following a student protest over the death of two students in a road accident, will reopen on May 12.

53m ago