বর্জন-সংঘর্ষ-কম উপস্থিতি, বাগেরহাটে ৬৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রার্থীর ভোট বর্জন, ভোটার উপস্থিতি কম ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বাগেরহাটে ৬৫ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বাগেরহাটের ফকিরহাটে তেকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ২০ সেপ্টেম্বর ২০২১। ছবি: স্টার

প্রার্থীর ভোট বর্জন, ভোটার উপস্থিতি কম ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বাগেরহাটে ৬৫ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কয়েকটি ইউনিয়নে সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে।

আজ সকাল সোয়া ১০টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আউয়াল ভোট বর্জন করেছেন।

ব্যালট পেপার ছিঁড়ে ফেলা, জোর করে নৌকায় ভোট দেওয়া ও এজেন্টদের মারধরসহ অন্যান্য অভিযোগে তিনি ভোট বর্জন করেন।

আজ সকালে সরেজমিনে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল। এই কেন্দ্রে ২ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন।

বারুইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যের নির্বাচন হচ্ছে।

এই কেন্দ্রে ভোট দিতে আসা মো. ইয়াকুব শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।'

বাগেরহাটে ৬৫টি ইউনিয়নের মধ্যে ৩৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৮টি ইউনিয়নে ৬২ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া, ৬৫ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ হাজার ২৫৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারাজি বেনজির আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'সকালে এক যোগে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।'

নির্বাচন-পূর্ব সহিংসতায় নারী নিহত

এ দিকে, গতকাল রোববার রাতে নির্বাচনী সহিংসতায় মোংলায় এক নারী নিহত হয়েছেন। জানা গেছে, চাঁদপাই ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী মতিয়ার রহমান ও তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফাতেমা বেগমসহ (৭০) ৪ জন আহত হন।

তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

One of the two units of the Rooppur Nuclear Power Plant will be commissioned this December if transmission lines are ready although the deadline for the project’s completion has been extended to 2027.

2h ago