দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম: টিআইবি

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি।

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার সংস্থাটির ওয়েবিনারে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালের দূর্নীতি সূচকে বাংলাদেশের স্কোর ১০০'র মধ্যে ২৬, গত ৪ বছর ধরে বিদ্যমান রয়েছে। এই স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় নিচের দিক থেকে ১৩তম অবস্থানে আছে। যা ২০২০ সালে তুলনায় ১ ধাপ উপরে।

তালিকায় ওপরের দিকে থেকে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১৪৭তম অবস্থানে রয়েছে। ২০২০ সালের তুলনায় দেশটি ১ ধাপ নিচে নেমেছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে।

ওয়েবিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'গত ৪ বছর ধরে বাংলাদেশের স্কোর ২৬ রয়ে গেছে, যা হতাশাব্যঞ্জক।'

Comments

The Daily Star  | English

Protest over students' death: Cuet to reopen on May 12

The Chittagong University of Engineering and Technology (Cuet), which was closed following a student protest over the death of two students in a road accident, will reopen on May 12.

15m ago