ঢাকায় উপাসনালয়ে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

দেশে সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের তৎপর থাকার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিএমপি প্রধান মো. শফিকুল ইসলাম

দেশে সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের তৎপর থাকার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেছেন, ইতোমধ্যে ঢাকার বড় বড় পূজামণ্ডপ ও উপাসনালয়ে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। তাদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত আছি।

আজ রোববার সকালে ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, 'ঢাকা মহানগর যেহেতু দেশের রাজধানী, তাই এখানে যেন এ ধরণের কোন ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে আরও বেশি তৎপর থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে, গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়াতে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, 'দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, সকল সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করছে। জোনাল ডিসিরাও সে প্রতিবাদ সমাবেশে যোগদান করে একাত্মতা ঘোষণা করে বলবে 'আমরাও আপনাদের পাশে আছি।'

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

1h ago