আবরার ফাহাদ হত্যা মামলা

রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, জাজমেন্ট সঠিক হয়নি দাবি আসামিপক্ষের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার দুপুরে রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন রায়ে আমরা সন্তুষ্ট।
abrar2_8dec21.jpg
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার দুপুরে রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন রায়ে আমরা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে ট্রাইবুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৪৬ জন সাক্ষী আমরা এখানে হাজির করেছি। যারা উপস্থিত ছিলেন, ঘটনা দেখেছেন—বলেন তিনি।

তবে আসামিপক্ষ দাবি করেছে রায় সঠিক হয়নি। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, 'যারা মাস্টারমাইন্ড ছিল তাদেরকে এই মামলায় আনা হয় নাই। এই মামলায় বুয়েটের যে নেগলিজেন্সি ছিল...আমরা আজকে মনে করেছিলাম এই বিষয়গুলো আমরা যুক্তিতর্কের সময় উপস্থাপন করেছি...মাননীয় বিজ্ঞ বিচারক উনি হয়তো জাজমেন্টে আনবেন। কিন্তু দেখা যায় কোনো কিছু না এনে উনি আমাদের ২০ জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং ৫ জনকে যাবজ্জীবন দিয়েছেন।'

'আমরা মনে করি জাজমেন্ট সঠিক হয় নাই। আমরা আসামিদের পক্ষ থেকে উচ্চ আদালতে যাব,' বলেন ফারুক আহমেদ।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

38m ago