২ ডোজ টিকা পেয়েছে চীনের ১০০ কোটি মানুষ

১০০ কোটি মানুষকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দিয়েছে চীন।
ছবি: এএফপি

১০০ কোটি মানুষকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দিয়েছে চীন।

নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বৃহস্পতিবার ১০০ কোটি জনগণকে দুই ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে চীন সরকার। নাগরিকদের টিকা দেওয়ার দিক থেকে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে চীন, দ্বিতীয় অবস্থানে আছে ভারত।

চীন এ পর্যন্ত ২১৬ কোটি ডোজ টিকা দিয়েছে, যা ভারতের চেয়ে প্রায় তিন গুণ বেশি। ভারতে এখন পর্যন্ত ৭৫ কোটি ২৭ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা লেই ঝেংলং জানান, চীনে ৬০ বছর বা তার বেশি বয়সী ২০ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৯ কোটি ৫০ লাখ মানুষকে টিকা পেয়েছেন।

এই বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের ৮০ শতাংশ জনগণকে দুই ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চীন সরকার। এ পর্যন্ত দেশটির ১৪০ কোটি জনগণের মধ্যে ৭১ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছেন।

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চীন সম্প্রতি তাদের টিকা কার্যক্রম সম্প্রসারণ করেছে। সেখানকার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দিয়েছেন, জনসমাগম ঘটে এমন জায়গায় 'টিকা বাস' পাঠানো হয়েছে এবং গ্রামাঞ্চলে কৃষকরা মাঠে কাজ করার সময়ও স্বাস্থ্যকর্মীদের সেখানে গিয়ে কৃষকদের টিকা দিয়েছেন।

গত জুলাই মাসে চীন সরকার সব নাগরিকদের টিকা দেওয়া বাধ্যতামূলক করে। 

আগস্ট মাসে চীনের কমপক্ষে ১২টি শহরে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল যে, যারা করোনার টিকা নেবে না তাদেরকে করোনার সংক্রমণের জন্য দায়ী করা হবে এবং এ কারণে তাদের শাস্তিও হতে পারে।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

2h ago