করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৪০, শনাক্তের হার ২.৫২ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৬৪০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২২ হাজার ৬৬২ জন।
ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৬৪০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২২ হাজার ৬৬২ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৪৩ হাজার ৫০৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৭৯৫টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫২ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৮ হাজার ৪৬৫ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি সাত লাখ এক হাজার ৬১২ জন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও ওড়িশা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৫৭ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩ লাখ ৯২ হাজার ৬৯৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৪৫ কোটি সাত লাখ ছয় হাজার ২৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ৩১ হাজার ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৪ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪৫ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

44m ago