‘বডি ট্রান্সফরমেশন করেছি সিনেমার প্রতি ভালোবাসা থেকে’

অবশেষে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র মুক্তির তারিখ ঘোষিত হলো। আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আরিফিন শুভ। ছবি ফেসবুক থেকে নেওয়া

অবশেষে অ্যাকশন থ্রিলার সিনেমা 'মিশন এক্সট্রিম'র মুক্তির তারিখ ঘোষিত হলো। আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এর আগে, দু'বার ঈদে মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমাটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে জেনে অসম্ভব ভালো লাগছে। কঠোর পরিশ্রম করেছি 'মিশন এক্সট্রিম' সিনেমার চরিত্র হয়ে ওঠার জন্য। আমার জানা নেই বাংলাদেশের কেউ চরিত্র হয়ে ওঠার জন্য বডি ট্রান্সফরমেশন করেছেন কিনা… সিক্স প্যাক করতে এমন কঠোর শরীরচর্চা করেছেন কিনা। সবকিছু করেছি সিনেমার প্রতি ভালোবাসা থেকেই।'

তিনি আরও বলেন, 'নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে পায়ের লিগামেন্ট স্থানচ্যুত হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সে আঘাতে এখনো কাতরাতে হয় আমাকে। দর্শকদের ভালোবাসা পেলে সব ভুলে যাব।'

'মিশন এক্সট্রিম' সিনেমার পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাব ঘোষণা দিয়ে বলেন, 'দেশের  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাক্সিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিস বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই সিনেমা দিয়ে সেটা সম্ভব হবে আশা করছি।'

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

42m ago