অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করেছে চীনা সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ‘উইচ্যাট’ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে ফেডারেল সরকারের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এই অ্যাকাউন্টটির ফলোয়ার আছে ৭৬ হাজার। মূলত চীনা-অস্ট্রেলিয়ানদের সঙ্গে যোগাযোগের জন্য ফেডারেল সরকারের অন্যতম প্রধান মাধ্যম এটি।
স্কট মরিসন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের 'উইচ্যাট' অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে ফেডারেল সরকারের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এই অ্যাকাউন্টটির ফলোয়ার আছে ৭৬ হাজার। মূলত চীনা-অস্ট্রেলিয়ানদের সঙ্গে যোগাযোগের জন্য ফেডারেল সরকারের অন্যতম প্রধান মাধ্যম এটি।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিয়মিত উইচ্যাট পর্যবেক্ষণ করে ও সেন্সর করে।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা বিষয়ক যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সিনেটর জেমস প্যাটারসন টুজিবি রেডিওকে বলেন, এটি খুবই 'উদ্বেগজনক।'

তিনি আরো বলেন, চীনা সরকার যা করেছে তা হলো আমাদের গণতন্ত্রে এবং নির্বাচনী বছরে বিদেশি হস্তক্ষেপ।

আগামী মে মাসে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এমন একটি ঘটনাকে রাজনৈতিক চোখেই মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, বর্তমান মরিসন সরকারের অতিরিক্ত যুক্তরাষ্ট্রপ্রীতিকে মেনে নিতে পারছে না চীনা কমিউনিস্ট পার্টি।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যান্থনি আলবানিজের উইচ্যাট অ্যাকাউন্ট ব্লক না করে শুধু প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করায় ক্ষমতাসীন দল বিষয়টিকে রাজনৈতিকভাবে নিয়েছে।

অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় চীনা মালিকানাধীন অ্যাপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, কোনো সাড়া পায়নি।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করার কোনো কারণও ব্যাখ্যা করেনি উইচ্যাট।

উইচ্যাট চীনা বহুমুখী তাৎক্ষণিক একটি বার্তাপ্রেরণ, সামাজিক মিডিয়া এবং মোবাইল পেমেন্ট অ্যাপ। ২০১১ সালে এটি যাত্রা শুরু করে। ২০১৮ সালে ১ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের সঙ্গে এটি বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র মোবাইল অ্যাপে পরিণত হয়।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

2h ago