সেশনজট কমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

সেশনজট কমাতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

সেশনজট কমাতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি বাতিল করা হয়। করোনাভাইরাসের কারণে দেড় বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড চালিয়ে নিতে ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও (বড়দিনের ছুটি ব্যতীত) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

1h ago