৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী টম্পসন-হেরা

মাত্র ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন টম্পসন-হেরা।
৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ১০০ মিটারে সোনা জিতেছেন ইলেইন টম্পসন-হেরা। ছবি: টুইটার

চোখ ধাঁধানো পারফরম্যান্সে টোকিও অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার ইলেইন টম্পসন-হেরা। ৩৩ বছর ধরে টিকে থাকা অলিম্পিক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

শনিবার টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিনটি পদকের সবগুলো জিতেছে জ্যামাইকা। মাত্র ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা ধরে রেখেছেন ২৯ বছর বয়সী টম্পসন-হেরা। গত ২০১৬ রিও অলিম্পিকেও ১০০ মিটারে সেরা হয়েছিলেন তিনি।

১৯৮৮ সালে সউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১০০ মিটার শেষ করেছিলেন ১০.৬২ সেকেন্ডে। সেই রেকর্ড এতদিন টিকে ছিল। গ্রিফিথের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড সময় কম নিয়ে নতুন কীর্তি গড়েছেন টম্পসন-হেরা।

২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে সোনার পদক পাওয়া অভিজ্ঞ শেলি অ্যান ফ্রেজার-প্রাইস জিতেছেন রুপা। তিনি দৌড় শেষ করেন ১০.৭৪ সেকেন্ডে। ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন শেরিকা জ্যাকসন।

সোনার পদক জেতার প্রতিক্রিয়ায় টম্পসন-হেরা বলেছেন, 'আমি প্রচুর চোটে ভুগেছি। এ বছর ট্র্যাকে ফিরতে ফিরে মুকুট ধরে রাখতে পারায় আমি কৃতজ্ঞ।'

অলিম্পিকের ইতিহাসে দ্রুততম সময়ে দৌড় শেষ করা নিয়ে তার ভাষ্য, 'আমি জানতাম, আমার মধ্যে এমন কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু চোটের কারণে আমাকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি এই পুরোটা সময় জুড়ে নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। এটা অসাধারণ।'

ফিনিশিং লাইন অতিক্রম করার পর বুনো উল্লাসের কারণও জানিয়েছেন টম্পসন-হেরা, 'আমি আসলে তখন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি অনেক বেশি আনন্দিত ছিলাম দেখে এত জোরে চিৎকার করেছি।'

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

One of the two units of the Rooppur Nuclear Power Plant will be commissioned this December if transmission lines are ready although the deadline for the project’s completion has been extended to 2027.

7h ago