স্কটল্যান্ড কোচের মন্তব্যে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক

মাঠে নামার আগেই বাংলাদেশকে মোটামুটি এক প্রকার হুঙ্কার দিয়ে দিয়েছে স্কটল্যান্ড। তাদের কোচ শেন বার্জার স্পষ্ট বলে দেন, ওমান ও পাপুয়া নিউগিনির থেকে গ্রুপ পর্বে বাংলাদেশকে ওপরে রাখে না তারা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বার্জারের এমন মন্তব্য একদম পাত্তা দিচ্ছেন না।
Mahmudullah
ফাইল ছবি: বিসিবি

মাঠে নামার আগেই বাংলাদেশকে মোটামুটি এক প্রকার হুঙ্কার দিয়ে দিয়েছে স্কটল্যান্ড। তাদের কোচ শেন বার্জার স্পষ্ট বলে দেন, ওমান ও পাপুয়া নিউগিনির থেকে গ্রুপ পর্বে বাংলাদেশকে ওপরে রাখে না তারা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বার্জারের এমন মন্তব্য একদম পাত্তা দিচ্ছেন না।

শনিবার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপে বার্জার বলেন, 'নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলতে পারব, এটাই সহজ হিসাব। ছোট সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি আমরা কি করতে পারি। সেরা ক্রিকেট খেললে যেকোনো দলকে হারাব সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি।'

'গ্রুপ পর্বে বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের থেকে ওপরে দেখছি না। সব দলই আমাদের চ্যালেঞ্জ জানাবে। সবার জন্যই বড় ম্যাচ, আমরা প্রস্তুত।'

বার্জারের এমন মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন যায় মাহমুদউল্লাহর কাছে। বাংলাদেশ অধিনায়ক জানালেন তারা এসবে ভাবিত না, বরং মাঠেই দেখাবেন নিজেদের সামর্থ্য,  'উনি কি বলেছেন আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না। প্রথমেই একটা কথা বললাম যে আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা আমাদের সেরাটাই দিতে পারব। ইনশাল্লাহ ফলও সেভাবে হবে। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে। আমরা প্রতিটা দলকে সম্মান করি। কিন্তু আমরা শক্ত ক্রিকেট খেলব।'

রোববার রাত ৮টায়  মাস্কাটের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

38m ago