করোনাভাইরাস

২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ২৫.১১ শতাংশ, মৃত্যু আরও ১২

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৭ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে ৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং ১ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। গতকাল ৮ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে করোনায় মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন।

গত ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশে করোনার সংক্রমণ ২২ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা সংক্রমণের হার ছিল গড়ে ২ দশমিক ১৪ শতাংশ। জানুয়ারির প্রথম ৭ দিনেই শনাক্তের হার বেড়ে ৬ শতাংশে পৌঁছায়।

গত ৭ দিনে করোনা শনাক্ত বেড়েছে ২২৮ শতাংশের বেশি এবং ১৮৫ শতাংশেরও বেশি মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

11m ago