এবার আফ্রিকার সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৮ গ্রামে ঈদ

প্রতি বছরের মতো সৌদি আরব নয়, এবার আফ্রিকা মহাদেশের সোমালিয়া ও নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আট গ্রামের অধিবাসীদের একাংশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

প্রতি বছরের মতো সৌদি আরব নয়, এবার আফ্রিকা মহাদেশের সোমালিয়া ও নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আট গ্রামের অধিবাসীদের একাংশ।

আজ বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা ও সুরঙ্গচাইল গ্রামের অধিবাসীদের একাংশ ঈদুল ফিতর উদযাপন করেন।

জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব গ্রামের কিছু মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মুফতি মাওলানা জাকারিয়া চৌধুরী আল-মাদানী বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে চাঁদ দেখা গেছে বলে আমরা আজ বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। ভোরে সেহেরি খাওয়ার সময় এসব গ্রামে মাইকের মাধ্যমে ঈদের নামাজ পড়ার কথা প্রচার করা হয়।’

সেই প্রচারে সাড়া দিয়ে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর গ্রামের কিছু মানুষও সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

তবে রাতে সিদ্ধান্ত হওয়ায় এসব গ্রামের অধিকাংশ মানুষই ঈদের জামাতের বিষয়টি জানতে পারেননি।

দুদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সাদ্রা দরবার শরীফের বড় পীর ড. বাকী বিল্লা মিসকাত চৌধুরী বলেন, ‘পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে আগাম ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।’

সাদ্রা গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘যুগ যুগ ধরে দরবারের হুজুরদের সিদ্ধান্ত অনুযায়ী কয়েক গ্রামের মানুষ প্রতিবছর আগাম ঈদসহ ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঈদ উদযাপনের খবর নিশ্চিত করে বলেন, ‘আমরা বুধবার সকালে ঈদ উদযাপনের বিষয়টি অবগত হয়ে সাদ্রা দরবার শরীফ ও মিয়াজী বাড়ি মসজিদে অবস্থান করি।’

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

1h ago