ভারত থেকে পৌঁছেছে কোভিশিল্ডের ১০ লাখ ডোজ টিকা

ভারত থেকে দেশে পৌঁছেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারত থেকে দেশে পৌঁছেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা। আজ শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিরা বিকেল ৫টা ৫৪ মিনিটে বিমানবন্দর থেকে সেরামের এই ১০ লাখ ডোজ টিকা গ্রহণ করেন।

বাংলাদেশ গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে সেরামকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু, এ পর্যন্ত ২ কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এ ছাড়া, ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। এরপর আজ এলো এই ১০ লাখ ডোজ টিকা।

Comments

The Daily Star  | English

Mirpur-10 intersection: Who will control unruly bus drivers?

A visit there is enough to know why people suffer daily from the gridlock: a mindless completion of busses to get more passengers

54m ago