সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৮

সোমালিয়ার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ আট জন নিহত হয়েছেন।
ছবি: এএফপি

সোমালিয়ার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ আট জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-শাবাব দাবি করেছে, রাষ্ট্রপতি প্রাসাদে যাওয়া একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

চেকপয়েন্টটি মোগাদিশুর বিমানবন্দরে যাওয়ার পথে পড়ে, যা সোমালিয়ার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করেন।

পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, শনিবারের হামলায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ প্রাসাদে যাওয়া একটি দলকে লক্ষ্য করে হামলার পর নিহত ও আহতদের মধ্যে কয়েকজনকে আত্মীয়রা নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিস্ফোরণের পিছনে আল-শাবাব জড়িত। তারা এক সেনা, মা এবং দুই শিশুসহ ৮ জনকে হত্যা করেছে। আল-শাবাব বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দলটি নিশ্চিত করেছে, বোমা হামলার পিছনে তারা জড়িত।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

7m ago