পাটুরিয়ায় উপচেপড়া ভিড়

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আজ রোববার ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। লঞ্চে ও ফেরিতে পার হচ্ছেন হাজারো যাত্রী। ঘাট এলাকার ছোট গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।
পাটুরিয়া ঘাটে লঞ্চে ও ফেরিতে পার হচ্ছেন হাজারো যাত্রী। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আজ রোববার ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। লঞ্চে ও ফেরিতে পার হচ্ছেন হাজারো যাত্রী। ঘাট এলাকার ছোট গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

২ থেকে ৩ ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে ছোট গাড়ির যাত্রীদের। তবে ২১টি ফেরি সচল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, 'গত ৩ দিন ধরে গড়ে ১২ হাজার গাড়ি পার করা হচ্ছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ছোট ও বড় গাড়ি এবং লঞ্চ পারাপারের যাত্রীদের ব্যবহৃত ক্যাটাগরির জন্য আলাদা ৩ লেন করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সিরিয়ালে সবাই ফেরিতে উঠতে পারছেন। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তি থাকায় ঘাটে কিছু সময় অপেক্ষমাণ থাকতে হচ্ছে।'

ঢাকা-আরিচা মহাসড়কের কোথাও তেমন কোনো যানজট নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) আজাদ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক-মহাসড়ক ও ফেরি ঘাটের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যরা।'

জেলা প্রশাসক আব্দুল লতিফ ডেইলি স্টারকে বলেন, 'বাসের অতিরিক্ত ভাড়া, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক কাজ করছেন তারা।'

Comments

The Daily Star  | English

Bodies recovered from Raisi helicopter crash site

President Raisi, the foreign minister and all the passengers in the helicopter were killed in the crash, senior Iranian official told Reuters

5h ago