আদিতমারীতে প্রতীক নয়, জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা

আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণার অভিযোগ রয়েছে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুস সালাম (বামে) জীবন্ত মোরগ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণার অভিযোগ রয়েছে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুস সালাম মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রতীকের পরিবর্তে জীবন্ত মোরগ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

কমলাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মতিউর রহমান অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালাম জীবন্ত মোরগ দিয়ে প্রচারণা করছেন যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয় তিনি ভোটারদের জীবন্ত মোরগ উপহার দিচ্ছেন। তিনি অর্থনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় আচরণবিধির তোয়াক্কা করছেন না।'

'আমি মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না,' যোগ করেন তিনি।

অপর সদস্য প্রার্থী যামিনী কান্ত ডেইলি স্টারকে বলেন, 'আব্দুস সালাম জীবন্ত মোরগ সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে তিনি সব সময় নিজের সঙ্গে জীবন্ত মোরগ রাখছেন।'

স্থানীয় ভোটার আজিজার রহমান (৫০) ডেইলি স্টারকে বলেন, 'আব্দুস সালাম ভোটারদের সঙ্গে মতবিনিময় করার সময় জীবন্ত মোরগ উঁচিয়ে ধরেন। কোনো কোনো ভোটারকে তিনি জীবন্ত মোরগও উপহার দিচ্ছেন বলে শুনছি।'

তার মতে, 'জীবন্ত মোরগকে কষ্ট দিচ্ছেন ওই সদস্য প্রার্থী।'

অভিযুক্ত সদস্য প্রার্থী আব্দুস সালাম ডেইলি স্টারকে বলেন, 'প্রচারণায় জীবন্ত প্রাণী প্রদর্শন করা যাবে কিনা তা জানি না। প্রতীক যেহেতু মোরগ সেহেতু কয়েকজন সমর্থক জীবন্ত মোরগ সঙ্গে নিয়ে প্রচারণা করছেন।'

'আমি কাউকে জীবন্ত মোরগ উপহার দিইনি' উল্লেখ করেন তিনি আরও বলেন, 'ভোটাররা খুশি হয়ে আমাকে জীবন্ত মোরগ উপহার দিচ্ছেন।'

এ প্রসঙ্গে আদিতমারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা রওশন আল মন্ডল ডেইলি স্টারকে বলেন, 'কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান ডেইলি স্টারকে বলেন, 'প্রতীকের পরিবর্তে জীবন্ত প্রাণী দিয়ে নির্বাচনী প্রচারণা করলে তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করবে।'

এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এই ওয়ার্ডে ৩ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে ভোটারের সংখ্যা ২ হাজার ২৮ জন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago