বাংলাদেশ

নাটোরের এমপি ও উপজেলা চেয়ারম্যানের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির বালাই নেই

নাটোরে আওয়ামী লীগের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির বালাই নেই। আজ মঙ্গলবার সকালে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি: স্টার

নাটোরে আওয়ামী লীগের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির বালাই নেই। আজ মঙ্গলবার সকালে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন, কিন্তু কারও কোনো স্বাস্থ্যবিধি ছিল না।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছবি: স্টার

এসব বিষয় পর্যবেক্ষণের জন্য দুটি ভ্রাম্যমাণ আদালতের কাজ করার কথা থাকলেও মাঠে দেখা যায়নি কাউকেই।

নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে জানতে চাইলে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, 'স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকে বার বার অনুরোধ করেছি। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের অনুষ্ঠানের কথা শুনে সবাই চলে এসেছেন। সে কারণে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানানো যায়নি।'

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, 'জনপ্রতিনিধিরা দেশের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। তারা অনুষ্ঠান করলে স্বাস্থ্যবিধি মেনে করবেন এটাই প্রত্যাশা। কিন্তু তারা যদি না মানেন, তাহলে আমরা বোঝাতে পারি।'

এসময় কারও কোনো স্বাস্থ্যবিধি ছিল না। ছবি: স্টার

স্বাস্থ্যবিধি না মানলে কোনো আইন প্রয়োগ করা হবে কিনা? জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, 'এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।'

নাটোর জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি বলেন, 'নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মানতে বলেছি, কিন্তু তারা মানছে না। আমাদের  এখন কিছুই করার নেই।'

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, 'আমরা চেষ্টা করেছি নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মানাতে, কিন্তু পারিনি। আসলে দলীয় এসব প্রোগ্রামে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন সম্ভবও না।'

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ অন্যান্য নেতারা। ছবি: স্টার

অপরদিকে, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নাটোরের কানাইখালী এলাকায় সমবেত হন আওয়ামী লীগের আরেক গ্রুপের শত শত নেতা-কর্মী। সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, 'আমরা হাজার হাজার নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে কম সংখ্যক নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠান করেছি।'

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন বলেন, 'স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করেছি। কিন্তু পুরোপুরি মানাতে পারিনি।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago