ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে আইনজীবীর মৃত্যু

​​​​​​​ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজের বাড়ির ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মারা গেছেন একজন আইনজীবী।

ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজের বাড়ির ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মারা গেছেন একজন আইনজীবী।

আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা আইনজীবী সমিতির নেতারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মোখলেছুর রহমান (৬২) জেলা আইনজীবী সমিতির বিগত নির্বাচনে অংশ নিয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের তারাখলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ঘটনার সময় মোখলেছুর রহমানের সঙ্গে থাকা ছেলে সাকিনূর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সম্প্রতি বাড়ির তিন তলার ছাদ ঢালাই হয়। এতে দোতলার ছাদে ময়লা জমেছিল। বেলচা দিয়ে ময়লা ফেলার সময় রেলিং ভেঙে পড়ে বাবার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর ডাক্তাররা জানায় তিনি মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টা পর্যন্ত তিনি আদালতেই ছিলেন বলে জানা গেছে। বাসায় ফিরে ছেলেকে সঙ্গে নিয়ে ময়লা পরিষ্কার করতে ছাদে উঠেছিলেন তিনি। দোতলার রেলিং ভেঙে পড়ে সেখানেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

18m ago