সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু জান্নাতুল ফেরদাউস নিহত হয়েছে এবং শিশুটির বাবা মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।
তাসফিয়া আক্তার জান্নাত। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু জান্নাতুল ফেরদাউস নিহত হয়েছে এবং শিশুটির বাবা মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ গুলিতে শিশু নিহত হওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

এ ঘটনায় একজনকে আটক করা হলেও তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

নিহতের মামাতো ভাই ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাটি কাটা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেল ৪টার দিকে রিমনের নেতৃত্বে তার বাহিনীর সদস্য রহিম, মহিন ও সুজনসহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী মালেকার বাপের দোকান এলাকায় অবস্থিত আমার দোকানে এসে আমাকে গালিগালাজ করে। ওই সময় আমার মামা জাহের তার শিশু মেয়ে জান্নাতকে নিয়ে দোকানে আসেন চিপস আর চকলেট কিনে দেওয়ার জন্য। রিমন আমার মামাকে আমার দোকানে দেখে মামাকে গালমন্দ করে বলে তোর শেল্টারে এরা এসব করছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।'

তিনি আরও বলেন, 'এরপর মামা দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে যাত্রা করলে রিমন ও তার বাহিনীর সদস্যরা পিছন থেকে আবারও জান্নাত ও মামাকে লক্ষ্য করে গুলি করলে জান্নাত কানে, মাথায় এবং মামা চোখে গুলিবিদ্ধ হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জান্নাত মারা যায়।'

এ বিষয়ে ১৪ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. শাহ আজিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।'

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুলিবিদ্ধ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে রাতে শিশুটি মারা গেছে বলে জেনেছি।'

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Impact of poverty on child marriages in Rasulpur

The child brides of Rasulpur

As Meem tended to the child, a group of girls around her age strolled past the yard.

12h ago