
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি হেরোইনসহ বতসোয়ানার এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত লেসেদি মোলাপিসি (৩০) দক্ষিণ আফ্রিকা থেকে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিজ্ঞাসাবাদের সময় ওই বিদেশি তার লাগেজে কোনও ওষুধ থাকার কথা অস্বীকার করেন। কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান করার সময় ট্রলি ব্যাগের ভেতর গুঁড়া ও দানাদার পদার্থ দেখতে পান।'
পরে লাগেজ খুলে ৮টি পলিব্যাগে ৩ কেজি ১৪৬ গ্রাম হেরোইন পাওয়া গেছে বলে জানান তিনি।
এই কাস্টমস কর্মকর্তা বলেন, 'জব্দকৃত পদার্থ হেরোইন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। আমরা নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠাব।'
ওই বিদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Comments