অপরাধ ও বিচার

ভোলাহাটে নৈশকোচে ডাকাতি, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় তিনটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইলফোনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেন। সেসময় পাঁচ যাত্রী আহত হন।
Chanpainawabganj
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় তিনটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইলফোনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেন। সেসময় পাঁচ যাত্রী আহত হন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সোমবার রাত ৮টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী জমজম পরিবহন রাত সাড়ে ৮টার দিকে ফলিমারি বিল এলাকায় পৌঁছলে একদল ডাকাত পথরোধ করে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে এবং গাড়িতে ঢুকে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয়।'

'এরপর ডাকাতরা ঢাকাগামী নৈশকোচ সাথী এন্টারপ্রাইজ ও চাঁপাই ট্রাভেলস সেখানে আসলে তারা ওই দুটি কোচেও ডাকাতি করে।'

তিনি জানান, সে সময় তারা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, ডাকাতদের হাতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঢাকা কোচ জমজম ট্রাভেলসের সুপারভাইজার মো. আলমগীর ডেইলি স্টারকে বলেন, 'তিনটি নৈশকোচ ছাড়াও ডাকাত দল কয়েকটি ট্রাক, পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে ডাকাতি করে।'

তিনি আরও বলেন, 'আমাদের কোচের সহকারী আরিফকে ডাকাতরা পিটিয়ে আহত করেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।'

ওসি মাহবুবুর রহমান ট্রাক, পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে ডাকাতির কথা অস্বীকার করে বলেন, 'শুধু ঢাকাগামী তিনটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। সেসময় ডাকাতদের হামলায় কয়েকজন আহত হয়েছেন।'

Comments