‘ছাগল চুরির’ অভিযোগে ২ যুবককে গাছে বেঁধে নির্যাতন

ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার নড়াইলের লোহাগড়া উপজেলায় মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ছাগল চুরির অভিযোগে নড়াইলের লোহাগড়া দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার নড়াইলের লোহাগড়া উপজেলায় মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আহতরা হলেন মাটিয়াডাঙ্গা গ্রামের ফরিদ শেখ (৩০) ও তার চাচাতো ভাই তারিক শেখ (২৩)। 

তারা বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতরা জানান, গত শনিবার রাতে মাটিয়াডাঙ্গা গ্রামের হাই মুন্সীর একটি ছাগল হারিয়ে যায়। পরের দিন সকাল ৮টার দিকে ছাগল চুরির অভিযোগে তাদের ধরে এনে কোটাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আবু কালাম মুন্সীর নেতৃত্বে স্থানীয় নান্নু শেখ, আজমল মুন্সী, ইজাজুল মুন্সী ও রমজান মুন্সীসহ ৪/৫ জন মিলে বাঁশের লাঠি দিয়ে পেটায় ও জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। প্রায় ২ ঘণ্টা নির্যাতনের পরে হাই মুন্সীর বাড়ি থেকে খবর আসে ছাগল ফিরে আসার। তখন তাদের ছেড়ে দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

মেম্বার আবু কালাম মুন্সী বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু মারধর করিনি। ওই ছেলেদের চোর সন্দেহে মারধর করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মারধরের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর এখনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments