ভারত

ভ্যাকসিন রপ্তানিতে আফ্রিকাকে অগ্রাধিকার দেবে ভারত

করোনার ভ্যাকসিন আবার রপ্তানি শুরু করতে চলেছে ভারত। এক্ষেত্রে আফ্রিকাকে অগ্রাধিকার দেবে নয়াদিল্লি।
ছবি: রয়টার্স ফাইল ফটো

আফ্রিকাকে অগ্রাধিকার দিয়ে করোনার ভ্যাকসিন আবার রপ্তানি শুরু করতে চলেছে ভারত। 

ভারতে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বড় একটি অংশকেই টিকা দেওয়া হয়ে গেছে। সেই সঙ্গে ভ্যাকসিন উৎপাদনেও গতি বেড়েছে। এ কারণেই দেশটি আবার ভ্যাকসিন রপ্তানি শুরু করার কথা চিন্তা করছে।

রয়টার্স জানায়, বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করে ভারত। ভ্যাকসিন রপ্তানিতেও দেশটির অবস্থান শীর্ষে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর নিজেদের জনগণকে অগ্রাধিকার দিতে গত এপ্রিলে দেশটি করোনার টিকা রপ্তানি বন্ধ করে দেয়।

ভারত সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার লক্ষে কাজ করছে। এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬১ শতাংশকে টিকা দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত জোট 'কোয়াড' এর নেতাদের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি ভারতীয় সূত্র রয়টার্সকে জানায়, রপ্তানির সিদ্ধান্ত হয়েই আছে। করোনা মোকাবিলায় ভারত আফ্রিকার দেশগুলোকে সহায়তা করতে চায়। কোভিড-১৯ এর চিকিৎসা থেকে শুরু করে ভ্যাকসিন সবক্ষেত্রেই ভারত সহায়তা করবে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago