ভারত

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬.৬৬ শতাংশ, মৃত্যু ৪০২

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ১.৮ শতাংশ বেশি এবং ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৬.৬৬ শতাংশ। এছাড়া ভারতে এ পর্যন্ত ৬ হাজার ৪১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ১.৮ শতাংশ বেশি এবং ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৬.৬৬ শতাংশ। এছাড়া ভারতে এ পর্যন্ত ৬ হাজার ৪১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিকে এ পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৩৯০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন। দেশটিতে সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৪৩ হাজার ২১১ জন, কর্ণাটকে ২৮ হাজার ৭২৩ জন, দিল্লিতে ২৪ হাজার ৩৮৩ জন, তামিলনাড়ু ২৩ হাজার ৪৫৯ জন এবং পশ্চিমবঙ্গ ২২ হাজার ৬৪৫ জন আছেন। নতুন শনাক্তের ৫২.৯৭ শতাংশ এই ৫ রাজ্যের। এর মধ্যে শুধু মহারাষ্ট্রের শনাক্ত হার ১৬.০৭ শতাংশ।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪০২ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জন। কেরালায় সর্বাধিক ১৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর দিল্লিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

30m ago