সফলভাবে করোনা নিয়ন্ত্রণের দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সেখানে মহামারি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মাস্ক ছাড়া দেখা গেছে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মাস্ক ছাড়া দেখা গেছে। ছবি: বিবিসি

উত্তর কোরিয়ায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সেখানে মহামারি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণের হার 'নিচের দিকে' বলেও দাবি করা হয়েছে।

গত ১২ মে উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ঘোষণার পর আড়াই কোটি মানুষের দেশটিতে টিকার অভাব, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও সম্ভাব্য খাদ্য সংকটের নিয়ে বহির্বিশ্বে উদ্বেগের সৃষ্টি হয়।

তবে দেশটির দাবি, তারা 'সফলভাবে' সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন নতুন করে সংক্রমিত হলেও নতুন করে কেউ মারা যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত ৩ দিন ধরে ধারাবাহিকভাবে দেশটিতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে আছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় করোনা রোগীর মোট সংখ্যা কত তা রাষ্ট্রীয়ভাবে জানানো হয়নি।

কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের শেষের দিকে রোগীর সংখ্যা ২০ লাখ ৯৫ হাজারে দাঁড়িয়েছিল এবং মারা গেছেন ৬৮ জন।

এ দিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মাস্ক ছাড়া দেখা গেছে।

এতে আরও বলা হয়, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কিমকে মাস্ক ছাড়া একটি কফিন বহন করতে দেখা যায়।

 

Comments