এশিয়া

আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৫০

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবি: এপি

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান পুলিশ কর্মকর্তা দোস্ত মোহাম্মদ ওবায়দার বরাতে এপি জানায়, এ বিস্ফোরণে অন্তত ১০০ জন হতাহত হয়েছেন।

তিনি বলেন, 'তাদের অধিকাংশই নিহত হয়েছেন।' 

আজ শিয়া মসজিদ গোজার-ই-সৈয়দ আবাদে জুমা নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় শিকার করেনি। তবে বিশ্লেষকদের সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আইএসের দিকে। তারা বলছেন, আইএস এর আগেও শিয়াদের ওপর হামলা চালিয়েছে।

Comments

The Daily Star  | English

Iran state TV says 'no sign' of life in president's helicopter

The chief of Iran's Red Crescent said Monday that the missing helicopter which was carrying President Ebrahim Raisi had been found but the situation was "not good"

32m ago