থমকে আছেন কুমার বিশ্বজিৎ ও মিম

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রায় ২০টি বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় থমকে আছে পুরো বাংলাদেশ। থমকে গেছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও  অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রায় ২০টি বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় থমকে আছে পুরো বাংলাদেশ। থমকে গেছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও  অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

কুমার বিশ্বজিৎ আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে কোনো দেশে সবচেয়ে বড় কষ্ট হলো পরবাসী হয়ে থাকা। সংখ্যালঘু হয়ে বসবাস করা একটা অভিশাপ। আর কিছুই বলতে চাই না এই মুহূর্তে।'

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম মুঠোফোনে বলেন, 'কোনো ধর্মের মানুষের সঙ্গে এমন করা উচিত নয়। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি সব ধর্মের মানুষকে মানুষ হিসেবে দেখি। মন খারাপ হয়ে গেছে খবর পড়ে, ছবি দেখে। এমন হওয়া উচিত নয়। আশা করি সরকার এর সমাধানে এগিয়ে আসবে।'

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

16m ago