মঞ্চ ও সংগীত

‘বশির আহমেদ সম্মাননা পদক’ পেলেন ৬ গুণীজন

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের ৮২তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। এ উপলক্ষে তৃতীয়বারের মতো দেওয়া হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা পদক’।
বশির আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের ৮২তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। এ উপলক্ষে তৃতীয়বারের মতো দেওয়া হয়েছে 'বশির আহমেদ সম্মাননা পদক'।

সংগীতের নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৬ গুণীজনকে এই পদকে ভূষিত করা হয়।

এ বছর সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী খুরশিদ আলম, সুরকার আনিসুর রহমান তনু, বাঁশিশিল্পী গাজী আবদুল হাকিম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, গীতিকার কবির বকুল ও সাংবাদিক মুন্নী সাহা।

এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন শিল্পীকন্যা হোমায়রা বশির।

অন্য আয়োজনের মধ্যে থাকছে সারগাম সাউন্ড স্টেশন পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আজ রাত ৮টায় মুক্তি পেতে যাওয়া নতুন ৩টি গানের মিউজিক ভিডিও।

বশির আহমেদের সুরারোপিত গান ৩টি গেয়েছেন হোমায়রা বশির, রাজা বশির ও ইব্রাহিম খলিল।

এ ছাড়া, সুরকার গোলাম সারওয়ারের কথা ও সুরে বশির আহমেদকে উৎসর্গ করে বিশেষ সংগীত পরিবেশন করবেন হোমায়রা বশির ও রাজা বশির।

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

11h ago