জ্যাকুলিনের সব উপহার ও নোরার বিএমডাব্লিউ বাজেয়াপ্ত করবে ইডি

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সেলফি প্রকাশের পর থেকে আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বর্তমানে ২০০ কোটি টাকার অর্থপাচারের একটি মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকুলিন একজন অভিযুক্ত। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সুকেশের থেকে পাওয়া এই অভিনেত্রীর সব উপহার বাজেয়াপ্ত করতে যাচ্ছে ইডি।
ওই মামলায় ইতোমধ্যে নজরদারিতে আছেন নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সেলফি প্রকাশের পর থেকে আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বর্তমানে ২০০ কোটি টাকার অর্থপাচারের একটি মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকুলিন একজন অভিযুক্ত। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সুকেশের থেকে পাওয়া এই অভিনেত্রীর সব উপহার বাজেয়াপ্ত করতে যাচ্ছে ইডি।

আরেক বলিউউ অভিনেত্রী নোরা ফতেহি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একটি বিএমডাব্লিউ গাড়ি পেয়েছিলেন। তদন্তকারী সংস্থা সেটিও বাজেয়াপ্ত করবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ১০ কোটি রুপির বেশি মূল্যের উপহার পান জ্যাকুলিন। তিনি জ্যাকুলিনকে ২ জোড়া হীরের দুল, ২টি হার্মিস ব্রেসলেট, ৩টি বিরকিন ব্যাগ এবং একজোড়া লুই ভুইটন জুতা দিয়েছিলেন বলে জানা গেছে।

ইডি কর্মকর্তাদের সামনে দেওয়া জবানবন্দীতে জ্যাকুলিন বলেছিলেন, ২০১৭ সাল থেকে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। এই প্রতারক তাকে বলেছিলেন, তিনি প্রয়াত জয়ললিতার পরিবারের সদস্য। কিন্তু, ২০২১ সালের আগস্টে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে জ্যাকুলিনের সঙ্গে সুকেশের দেখা হয়নি।

জ্যাকুলিন আরও বলেছিলেন, তার বোন চন্দ্রশেখরের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার ঋণ নিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভাইয়ের অ্যাকাউন্টে প্রায় ১৫ লাখ রুপি স্থানান্তর করেছিলেন।

জ্যাকুলিন এবং নোরা ছাড়াও শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠি এবং হরমন বাওয়েজার মতো বলিউড সেলিব্রিটিদের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের সম্পর্কের কথা জানা গেছে। সুকেশ নিজেই বলেছেন, তিনি অভিনেতা হরমন বাওয়েজাকে চেনেন এবং কার্তিক আরিয়ান অভিনীত পরবর্তী সিনেমা 'ক্যাপ্টেন'র সহ-প্রযোজনার পরিকল্পনা ছিল তার। এ ছাড়া, রাজ কুন্দ্রার শর্তসাপেক্ষে জামিনের জন্য শিল্পা শেঠির সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

1h ago