ঢালিউড

আনকাট সেন্সর পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

আনকাট সেন্সর পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। আজ বুধবার সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ কর্তন ছাড়াই মুক্তির অনুমতির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রেহানা মরিয়ম নূর সিনেমার দৃশ্যে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

আনকাট সেন্সর পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত 'রেহানা মরিয়ম নূর'। আজ বুধবার সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ কর্তন ছাড়াই মুক্তির অনুমতির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের একজন সদস্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বুধবার সিনেমাটিত প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্টরা সেন্সর সনদ পেতে পারেন।

রেহানা মরিয়ম নূর সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

এর আগে, গত রোববার সেন্সর বোর্ডে জমা পড়ে 'রেহানা মরিয়ম নূর' সিনেমাটি।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের 'আনসার্টেন রিগার্ড' বিভাগে অংশ নেয় 'রেহানা মরিয়ম নূর'। এরপর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

51m ago