সিলেটে জ্বালানি সংকট সমাধানের দাবিতে ট্যাংকলরি মিছিল

সিলেটে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবিতে ট্যাংকলরি মিছিল হয়েছে। ট্যাংকলরির মালিক-শ্রমিকদের সংগঠন এবং তেল-গ্যাস ব্যবসায়ীদের পাঁচটি সংগঠন আজ বুধবার দুপুরে প্রায় তিন শ ট্যাংকলরি নিয়ে শহরে মিছিল করে।
জ্বালানি তেল ও গ্যাসের সংকট সমাধানের দাবিতে সিলেট শহরে ট্যাংকলরি মিছিল। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবিতে ট্যাংকলরি মিছিল হয়েছে। ট্যাংকলরির মালিক-শ্রমিকদের সংগঠন এবং তেল-গ্যাস ব্যবসায়ীদের পাঁচটি সংগঠন আজ বুধবার দুপুরে প্রায় তিন শ ট্যাংকলরি নিয়ে শহরে মিছিল করে।

জ্বালানি সংকট সমাধানে আন্দোলনকারী সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ছয় দফা দাবি জানিয়েছে।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন এবং সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে।

তাদের ছয় দফা দাবির মধ্যে আছে, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না, অবিলম্বে গ্যাসের লোড বৃদ্ধি, পেট্রোল-অকটেন-ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, সিলেট গ্যাস ফিল্ডস থেকে ট্যাংকলরির ডেসপাচ চালু করা, সিলেটের প্রতিটি গ্যাস ফিল্ডস চালু করা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধ করা।

এ বিষয়ে ঐক্য পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, 'সিলেটে প্রতিদিন দেড় লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও মাত্র ৬০ হাজার লিটার তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে অনেকদিন ধরেই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সমাধান হয়নি। তাই ঐক্য পরিষদ গঠন করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।'

গত ২৪ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সপ্তাহের সময় বেঁধে দেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। এরপরও সমাধান না হওয়ায় তারা গতকাল মঙ্গলবার রাতে আন্দোলনে নামার ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago