ঢাবিতে বিজয় একাত্তর হলে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় এক অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় এক অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাষ্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ এর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী কাজী রাকিব, আইন বিভাগের শিক্ষার্থী রেওয়াজ, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সামি আব্দুল্লাহ, রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, 'এর আগে আমরা দেখেছি এসএম হলের এহসান, এফ রহমান হলের হাফিজুর মোল্লাসহ আরও অনেকে গেস্টরুম নির্যাতনের শিকার হয়েছেন। আমরা এই সমস্ত ঘটনার বিচার চাই। ৭১ হলের ঘটনার সঙ্গে যেসব ছাত্রলীগের কর্মীরা যুক্ত তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় আকতার হোসেন নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের ইয়ামিন ইসলাম, সাইকোলজি বিভাগের ওমর ফারুক শুভ।

জানা গেছে, অভিযুক্তরা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের পদ প্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। আবু ইউনুস ও রবিউল ইসলাম রানা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

আজ বৃহস্পতিবার এই ঘটনায় ভুক্তভোগী আকতার হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছিরকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

1h ago