ক্যাম্পাস

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন অনুষ্ঠান শুরু

বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে বন্দরনগরীর ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ২ দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।
আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে ২ দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। ছবি: স্টার

বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে বন্দরনগরীর ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ২ দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় আনন্দ র‌্যালি। বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন র‌্যালিতে।

কলেজের রেড বিল্ডিং চত্বরে আবার যেন বসেছিল পুরোনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। তারপর বন্ধুদের সঙ্গে নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে র‍্যালি শেষ হয়। ছবি: স্টার

এরপর সতীর্থদের সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংগ্রহ করেন শুক্রবারের অনুষ্ঠানের উপহার সামগ্রী। সে সময় সবার চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস।

এবারের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান। এবারের পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি।'

পুনর্মিলনীর পর সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দিনভর প্রাক্তনদের চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস। ছবি: স্টার

এদিকে আগামীকাল শুক্রবার সকালে নগরের নেভি কনভেনশন সেন্টারে শুরু হবে পুনর্মিলনীর দিনব্যাপী অনুষ্ঠান। পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ৯টায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত ও প্রয়াত সতীর্থদের স্মরণের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

এরপর আহ্বায়ক প্রকৌশলী আলী আহমদ এবং সদস্য সচিব এস এম আবু তৈয়ব বক্তব্য রাখবেন। তারপর প্রধান সমন্বয়কারীর শুভেচ্ছা বক্তব্য শেষে হবে মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণে স্মারক বক্তৃতা। এরপর স্মৃতিচারণ পর্ব।

এ পর্বে স্বর্ণালী অতীতকে স্মরণ করবেন চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থীরা।

মধ্যাহ্নভোজের বিরতির পর থাকছে প্রাক্তনদের নিয়ে ক্যাম্পাস বিজড়িত স্মৃতিমূলক অনুষ্ঠান। কৌতুক পরিবেশন, কুইজ প্রতিযোগিতা, কবিতা পাঠ ও গল্প বলা, কলেজ বন্ধুদের পরিবেশনায় গানের অনুষ্ঠান থাকছে বিকেলের আয়োজনে।

সন্ধ্যায় হবে অতিথি শিল্পীদের পরিবেশনায় গানের অনু্ষ্ঠান। সবশেষে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আনন্দ আয়োজন।

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

12h ago