ক্যাম্পাস

আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের বাড়ি পাঠানো হচ্ছে।
ছবি: সংগৃহীত

বরিশালে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের বাড়ি পাঠানো হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট ৪৮৩ জন শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য শিক্ষার্থীদের কোনো খরচ লাগছে না।

আজ সকাল ৮টা থেকে বাগেরহাট-যশোর, পটুয়াখালী-আমতলী ও রংপুর এই তিনটি রুটে মোট ছয়টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়।

এর মধ্যে বাগেরহাট-যশোর রুটে ১৩৫ জন, পটুয়াখালী-আমতলী রুটে ৬৩ জন ও রংপুর রুটে ৪০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রওনা হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago