মোস্তাফিজকে চাপে ফেলতে চায় স্কটল্যান্ড

এই ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে স্কটিশ টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলাউড জানালেন মোস্তাফিজকে সামলাতে প্রস্তুত হচ্ছেন তারা
Mustafizur Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা অস্ত্র মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। টি-টোয়েন্টিতে তার ৪ ওভার মানেই ঘটনাবহুল কিছু। প্রতিপক্ষের জন্যও স্বাভাবিকভাবেই তাই তিনিই বড় চিন্তার নাম। বাংলাদেশের বিপক্ষে নামার আগে স্কটল্যান্ডও নিচ্ছে মোস্তাফিজকে নিয়ে প্রস্তুতি। তবে তার বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জের হলেও উলটো মোস্তাফিজকে চাপে রাখতে চায় তারা।

রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আইপিএলে জুতসই পারফরম্যান্স করে আসা মোস্তাফিজ নিশ্চিতভাবেই এই ম্যাচে বাংলাদেশের বড় ট্রাম্পকার্ড।

এই ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে স্কটিশ টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলাউড জানালেন মোস্তাফিজকে সামলাতে প্রস্তুত হচ্ছেন তারা, 'আমি আজ তার বোলিং দেখেছি ভিডিওতে। সে অবশ্য উচ্চ দক্ষতা সম্পন্ন বোলার। এই ধরনের বোলারদের বিপক্ষে খেলা রোমাঞ্চকর। আমরা আশা করছি সেই চ্যালেঞ্জ নিতে পারব।'

স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে একটিই মাত্র টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে হেগে অনুষ্ঠিত সেই ম্যাচে জিতেছিল স্কটিশরাই। তবে মোস্তাফিজ সেসময় আন্তর্জাতিক ক্রিকেটের আশেপাশেও ছিলেন না।

এই বাঁহাতি পেসারকে প্রথমবার মোকাবেলা করতে নেমে উলটো চাপে ফেলার পরিকল্পনা করেছে তারা,  'আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমাদের বিশ্বাস তাকে চাপে ফেলার সামর্থ্য আমাদের আছে। আশা করছি নিজেদের কাজটা করে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব।'

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

13m ago