এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম রাউন্ডের মিশন শেষ। এবার শুরু মূল পর্বের (সুপার টুয়েলভ) লড়াই। শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

প্রথম রাউন্ডের মিশন শেষ। এবার শুরু মূল পর্বের (সুপার টুয়েলভ) লড়াই। শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও আগের সেই শক্তিশালী লঙ্কান দলটি এখন অনেকটাই খর্ব শক্তির। তবে প্রথম রাউন্ডের নজরকাড়া পারফরম্যান্সের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টাইগাররা।

রোববার শারজাহতে সুপার টুয়েলভে শুভ সূচনা করার মিশনের শুরুটা  ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে নিয়েছেন লঙ্কান দলের অধিনায়ক দাসুন শানাকা। ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইকেটের কথা বিবেচনা করেই হয়তো একজন স্পিনার বাড়িয়েছে তারা। একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের মতো একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। ইনজুরির কারণে বাদ পড়েছেন মহেশ থিকশানা। তার জায়গায় একাদশে এসেছেন পেসার বিনুরা ফের্নান্ডো। সবমিলিয়ে চার পেসার দলে। অন্যদিকে বাংলাদেশ একজন পেসার কমিয়ে বাড়িয়েছে স্পিনার।

এর আগে প্রথম রাউন্ডে নিজের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার টুয়েলভে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জয় শ্রীলঙ্কার। তাও প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে তারা। তাতে আত্মবিশ্বাসে টগবগে ফুটছে দলটি।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামিরা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

Comments

The Daily Star  | English

Bangladesh’s ever-neglected working class

Even after half a century of independence, most of the working people in Bangladesh are far from enjoying fundamental workers' rights.

7h ago