আপনারা বললে স্বপ্ন বদল করতেও পারি: সাকিব

ওমানের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৪২ ও ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। তার কাছে জানতে চাওয়া হয়েছিল আগের স্বপ্নটাই কি আছে নাকি চিন্তায় কোন বদল?
Shakib Al Hasan
ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারানোর পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় সুযোগের কথা বলছিলেন ক্রিকেটাররা। এমনকি সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও দেখছিলেন তারা। কিন্তু প্রথম রাউন্ডে আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে শক্ত লড়াইয়ে পড়ার পর সেই স্বপ্নের ভিত কি একটু নড়ে গেল? এমন প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান হয়ে গেলেন কিছুটা শ্লেষাত্মক। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ।  মঙ্গলবার বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে একটা পর্যায়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় মাহমুদউল্লাহর দলকে। সব সামলে ২৬ রানের জয়ে মূল পর্বের আশা ভালোভাবেই ফিরে এসেছে।

ওমানের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৪২ ও ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। তার কাছে জানতে চাওয়া হয়েছিল আগের স্বপ্নটাই কি আছে নাকি চিন্তায় কোন বদল?

উত্তরে শীর্ষ এই অলরাউন্ডার ছুঁড়ে দেন পালটা প্রশ্ন, 'আপনি বললে স্বপ্ন বদল করে রাখতেও পারি, আপনি বলেন কি স্বপ্ন দেখতে চান?'

এটা তো আপনাদের বিষয়, এই কথা জানানো হলে জবাবে তিনি বলেন, 'আমাদের স্বপ্ন তো আমরা বলেই এসেছি, না? স্বপ্ন কি প্রতিদিন বদল হয় নাকি?'

তার কাছে ফের জানতে চাওয়া হয়, ব্যাটসম্যানদের চলমান ফর্ম ও স্কিল অনুযায়ী কোন উদ্বেগের জায়গা তৈরি হয়েছে কিনা? সাকিব জানান আভাস দেন ধাপে ধাপে এগুনোর পথেই চোখ তাদের, 'প্রথম কাজ হচ্ছে কোয়ালিফাই করা, তারপরে সেমিফাইনালে চিন্তা। কিন্তু যখন দেশ থেকে এসেছি তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়েই আসতে হবে। আর যদি বলি যে আমরা সব ম্যাচেই হারতে এসেছি, সেটা কি আপনারা খুশিভাবে নিবেন? নিলে এরপর থেকে আমরা এটা বলতেও পারি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে কখনই বড় কোন সাফল্য নেই বাংলাদেশের। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে নেই কোন জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও হেরেছে বাংলাদেশ। এবার স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরুর পর মূল পর্বে মাহমুদউল্লাহর দল কতদূর যেতে পারে সেটাই দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

12h ago