বাংলাদেশকে গর্বিত করলেন বক্সার আল-আমিন, সুরকৃষ্ণ

নিজ নিজ ক্যাটাগরিতে নেপালের প্রতিযোগীদের হারিয়ে তারা হয়েছেন সেরা।
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেশাদার বক্সিং প্রতিযোগিতায় নৈপুণ্য দেখিয়েছেন সুরকৃষ্ণ চাকমা ও মোহাম্মদ আল-আমিন। নিজ নিজ ক্যাটাগরিতে নেপালের প্রতিযোগীদের হারিয়ে তারা হয়েছেন সেরা।

বৃহস্পতিবার রাতে ৬১ কেজি লাইটওয়েট ইভেন্টে জিতেছেন সুরকৃষ্ণ। এর আগে ভারতের বিভিন্ন পেশাদার বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তার কাছে পরাস্ত হয়েছেন নেপালের চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদ। অন্যদিকে, আল-আমিন একই দেশের ভারত চাঁদের বিপক্ষে জিতেছেন ৬৬ কেজি ওয়েল্টারওয়েট ইভেন্টে।

প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে 'এক্সেল প্রেজেন্টস সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইট - দ্য আল্টিমেট গ্লোরি'। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো এই ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশ, ভারত ও নেপালের মোট ১৪ জন বক্সার এতে অংশ নিয়েছে।

ক্রুজারওয়েট ইভেন্টে বক্সার হীরা মিয়া মাত্র তিন রাউন্ডের মধ্যে ভারতের জাতীয় চ্যাম্পিয়ন হর্শ গিলের কাছে হেরেছেন। এছাড়া, বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের আট সম্ভাবনাময় বক্সারের পেশাদার পর্যায়ে অভিষেক হয়েছে। অংশগ্রহণকারী আন্তর্জাতিক বক্সারদের প্রত্যেকে ২০ হাজার টাকা পেয়েছেন। আর স্থানীয়দের তাদের সাহসী প্রচেষ্টার জন্য মিলেছে ৫ হাজার টাকা করে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

4h ago